An Education Blog

word direction logo

এইডস কিংবা জিকার চেয়েও ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান! কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?

6_45453বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)

শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।

কীভাবে ছড়ায় HPV?

অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?

একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।

এই পোস্টটিকে লাইক করার চেয়ে শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে।

দয়া করে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন।

যদি কেউ মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে আলোচনা করতে পারেন।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

Source: http://goo.gl/QiKUl7

Leave a Reply